1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিতঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০১ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মেঘনা টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় এই গ্রেফতারের ঘটনা ঘটে।

আটককৃত যুবকের নাম মো. রাকিব (২২)। সে ব্রাহ্মণবাড়ীয়া কসবা তেতুয়া এলাকার মৃত মিঠুনের ছেলে।

সোনারগাঁও থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার সাব-ইন্সপেক্টর (এসআই) পংকজ কুমার আচার্য সঙ্গীয় ফোর্সসহ আষাড়িয়ারচর সাকিনস্থ মেঘনা টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনে ডিউটিতে ছিলেন। এ সময় কুমিল্লা দিক থেকে ঢাকাগামী “রূপান্তর মেঘনা সুপার সার্ভিস” (পরিবহন নং- মেট্রো-ব-১৫-০৮৪২) বাসটিকে সংকেত দিয়ে থামানো হয়। বাসটি থামালে সাথে সাথে এক ব্যক্তি একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ হাতে নিয়ে দ্রুত বাস থেকে নেমে কৌশলে পালানোর চেষ্টা করে। পরে সংগীয় ফোর্সের সহায়তায় পুলিশ তাকে আটক করে। তল্লাশির সময় তার হেফাজতে থাকা ২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং জব্দ তালিকা মূলে তা জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, আটককৃত রাকিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শুক্রবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD