1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন

আমরা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই-গয়েশ্বর চন্দ্র রায়

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১২৮ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই। আর সুষ্ঠু নির্বাচনের জন্য এই অবৈধ সরকার এবং সরকার প্রধানকে পদত্যাগ করতে হবে। সংসদ বিলুপ্ত করে দিতে হবে। সংসদীয় আসন শুন্য না হলে সে আসনে কখনো নির্বাচন হয় না। তাছাড়া বর্তমানে যে নির্বাচন কমিশন আছে তারা একটি সুষ্ঠু নির্বাচন করার যোগ্যতা রাখে না। বর্তমান সরকারের ফরমায়েশ পালনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

বিএনপির ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নে যুগপৎ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের সামনে এ আয়োজন করা হয়।পদযাত্রাটি খানপুর থেকে শুরু করে মেট্রো মোড় ঘুরে মিশন পাড়া দিয়ে চাষাড়া চত্বরে ঘুরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে সমাপ্ত হয়। এসময় পদযাত্রায় মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ফেস্টুন- ব্যানারে সুসজ্জিত হয়েগ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোসহ ১০দফা দাবিতে শ্লোগান দেন এবং ১০ দফা দাবী লিফলেট বিতরণ করা হয়।

তিনি আরো বলেন, ২০১৪ সালের নির্বাচনে ১৫৩ টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিয়ে গেলেন। ১৫৩ টা আসন হলে তো সরকার গঠন করাই যায়, আর নির্বাচনের প্রয়োজন হয়না। ২০১৮ সালে দিনের ভোট রাতেই শেষ করে ফেললেন। পুলিশের মাঝে প্রতিযোগিতা শুরু হয়ে গেলো কার চেয়ে কে বেশি ভোট দিতে পারে। ‌ ১৯৭০ সালের একটা নির্বাচনে ৬৮ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছিলো। এরপর আর এতো ভোট কোথাও পড়েনি। ২০১৮ সালে ১১৭ পার্সেন্ট ভোট পড়েছে, কোথাও পড়েছে ১০২ পার্সেন্ট পড়েছে। মরা মানুষ, জেতা মানুষ, বিদেশের মানুষ যে যেখানে আছে সবাই ভোট দিছে। এ ধরনের ঠাট্টা তামাশার ভোট জনগণ পছন্দ করে না, আর জনগণের সাথে ঠাট্টা তামাশা করা সাংবিধানিক অপরাধ।

তিনি আরো বলেন, দেশে অনেক জ্ঞানীগুণী গণ্যমান্য লোকজন আছেন যারা নিরপেক্ষ। বিএনপি বলছে এ ধরনের নিরপেক্ষ লোকদের দিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করুন। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিন। তখন সকল দল সে নির্বাচনে অংশ নেবে। তাই আপনি তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটি সংবিধানে যুক্ত করুন আর যথাসময়ে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করুন। এছাড়া আপনার কাছে আর কোন পথ খোলা নেই।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিশেষ অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সদস্য কাজী মনিরুজ্জামান মনির। এদিকে কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচিকে সফল করার লক্ষ্যে দুপুর থেকেই নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন সুসজ্জিত হয়ে খালেদা জিয়ার মুক্তি চাই শ্লোগানে শ্লোগানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে খানপুর হাসপাতাল রোড়ে এসে জড়ো হতে থাকে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD