
আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২নং ঢাকেশ্বরী এলাকায় ড্রেনে জমে থাকা গ্যাস লাইন বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন।
রবিবার (২৭ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে সোমবার (২৮ জুলাই) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন– মিশুকচালক মুন্না মিয়া (২৫), তার স্ত্রী কলি খাতুন (২২), তাদের দুই সন্তান কাউসার মিয়া (৫) ও দেড় বছর বয়সী মিনহাজ মিয়া। দগ্ধদের গ্রামের বাড়ি গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব পাড়া সাদুয়া গ্রামের।
হাসপাতালে নিয়ে আসা দগ্ধ কলির ছোট ভাই মো. রায়হান বলেন, রাত ১১টার দিকে পরিবারের সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় জানালার পাশে গ্যাস লাইন থেকে বিকট শব্দে সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে তারা চার জন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ডা. মো. হারুনুর রশিদ বলেন, মুন্না মিয়ার শরীরের ৪২ শতাংশ, কলি খাতুনের ২২ শতাংশ, কাউসার মিয়ার ৪০ শতাংশ এবং মিনহাজ মিয়ার শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। তারা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।