
আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের ২নং রেল গেইটে অবস্থিত হাজী বিরিয়ানি হাউস নামে একটি খাবার হোটেলের বিরুদ্ধে গন্ধ খাবারের অভিযোগ পাওয়া গেছে।
ভোক্তারা জানান, অন্য হোটেলের তুলনায় চড়া দামে খাবার বিক্রি করছে হোটেল কর্তৃপক্ষ।
এদিকে দামের তুলনায় খাবারে গুণগত মান অনেকটাই নিম্ন বলেও অভিযোগ করেছেন অনেকেই।
নারায়নগঞ্জের স্থানীয় বাসিন্দা আকবর জানান, হাজী বিরিয়ানি হাউসের মালিক এবং মেসিয়ারদের ব্যবহার খুবই খারাপ। এমনকি বিরিয়ানিতে মাংসের তুলনায় হাড্ডির পরিমান বেশি।
ব্যবসায়ী মনিরুল ইসলাম বলেন, হাজী বিরিয়ানি হাউসে দামের তুলনায় খাবারের পরিমান খুবই কম। তারা যেই হারে খাবারের দাম রাখছে সেইদিক থেকে খাবারের পরিমান খুবই অল্প দিয়ে থাকেন।