1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Nowsha
  2. admin@amarnarayanganj.com : unikbd :
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন

মাদক ব্যবসায়ী আশিক ও স্ত্রী ছনিয়া’র নেতৃত্বে সিদ্ধিরগঞ্জে রমরমা মাদক ব্যবসা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৩৬৭ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় পুলিশের তৎপর তেমন একটা না থাকায় নির্বিঘ্নে মাদক ব্যবসা করে আসছে মাদক ব্যবসায়ী স্বামী আশিক ও স্ত্রী ছনিয়া ।স্থানীয় একাধিক তথ্য মতে,এই মাদক ব্যবসায়ী পরিবারটি কোন কিছুর তোয়াক্কা না করে দেদারছে প্রকাশ্যে বিক্রি করে আসছে হেরোইন, ইয়াবা ও গাঁজা। তাদের নিয়ন্ত্রনে রয়েছে এক ডজনের ও বেশী সেলসম্যান।

গোপনসূত্রে জানা যায়,স্ত্রী ছনিয়ার মাধ্যমে কক্সবাজার থেকে মাদক বহন করে নিয়ে এসে তা সিদ্ধিরগঞ্জের অন্যের মাদক ব্যবসায়ীদের কাছে ছড়িয়ে দেন এই মাদক ব্যবসায়ী আশিক। যার ফলে অনেকটা ধরা ছোয়ার বাইরে থেকেই মাদক ব্যবসা পরিচালনা করে আসছে এই মাদক দম্পতি।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেছেন, যুবসমাজের একটি বড় অংশ মাদকে আসক্ত হয়ে পড়েছে। নেশায় আসক্ত এসব যুবক মাদকের টাকা জোগাড় করতে জড়িয়ে পড়ছে চুরি, ছিনতাই, হামলাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে। গ্রামগঞ্জে প্রায়ই ঘটছে দিনদুপুরে চুরির ঘটনা। সবমিলিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছেন অভিভাবকরা। তাদের অনেকেই নেশায় আসক্ত সন্তানদের সুপথে ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন।এলাকায় প্রশাসনের তৎপরতায় মাদক উদ্ধার এবং মাদক ব্যবসায়ী আটক না করা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এলাকার সচেতন মানুষ।

এ বিষয়ে সুশীল সমাজ মাদক কারবারি রাসেলকে দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিয়ে এসে ও যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD