আমার নারায়ণগঞ্জ:
বন্দরে নাসিক ২৪ নং ওয়ার্ড নবীগঞ্জ অলিমপিয়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহত গৃহবধূর নাম সানজিদা আক্তার স্মৃতি (১৭)। ঘটনার পর থেকে স্বামী সিফাত পলাতক।
গত মঙ্গলবার (১৭ জুন) রাত ১০ ঘটিকার সময় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এ বিষয়ে বন্দর পুলিশ ফাঁড়ির এস আই আরিফ পাঠান জানান, নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পরে প্রকৃত কারণ জানা যাবে। তবে ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।