আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কবির হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুইজন আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, হাবিব উল্লাহ ওরফে হাবু (৫২) এবং রাহিমা বেগম (৫৮)।
বৃহষ্পতিবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে ডিএমপি ঢাকার উত্তরখান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি সন্ধ্যায় র্যাব-১১ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মোঃ সম্রাট তালুকদার।
মোঃ সম্রাট তালুকদার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামীরা তাদের অপরাধ সম্পর্কে তথ্য প্রদান করে। গত ২০১১ সালের ১ আগস্ট নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন জৈনপুর এলাকায় পূর্ব শক্রতার জেরে কবির নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়। এ ঘটনায় ভিকটিমের পরিবার বাদী হয়ে সোনারগাঁও থানায় একটা হত্যা মামলা দায়ের করেন। পরে ২০১৫ সালে এ মামলায় আসামিদের আদালত সাজা প্রদান করলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হাবিবুল্লাহ @ হাবু ও রাহিমা বেগম’কে ডিএমপি ঢাকার উত্তরখান এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে সোনারগাও থানায় হস্তান্তর করা হয়েছে।