1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে রাজউকের উচ্ছেদ অভিযান

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
সিদ্ধিরগঞ্জে গাড়ি পার্কিং ব্যবস্থা না রেখে দোকান নির্মাণ করে ভাড়া দেওয়া ৫টি বহুতল ভবনের নিচতলা ভেঙ্গে দিয়েছে রাজধানী উন্নয়ণ কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় ১টি ভবনের মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াহ্হিয়া খানের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে শাজাহান, মহসিন, মন্টু, শেখ হোসেন ও পারুল মালিকানাধীন ৫টি বহুতল ভবনের নিচতলায় নির্মিত দোকান-পাট ভেঙ্গে দেওয়া হয়। একটি ভবনের মালিক মালিক পারুলকে এসময় ২ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াহ্হিয়া খান জানান, আমরা এই এলাকায় মোবাইল কোর্ট এবং উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি।

যারা অনুমোদিত নকশার ব্যত্বয় ঘটিয়ে পার্কিং ফ্লোরে বাণিজ্যিক ভবণ নির্মাণ করেছে, সেগুলো আমরা ভুলডোজার দিয়ে অপসারণ করেছি। আমরা ৫টি ভবনে অভিযান পরিচালনা করে নিয়মিত মামলা দিয়েছি এবং দুই লাখ টাকা জরিমানা করেছি।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD