আমার নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ২ কেজি গাঁজাসহ শাহ আলম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ।
১৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের মদনপুর গ্রামের মৃত ইসমাইলের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজরের আ. নূরের কনফেকশনারী দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাকির রব্বানি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমি, এস আই জয়ন্ত ও এ এস আই ইলিয়াস আহম্মেদসহ সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেফতার করি। এসময় তার কাছ থেকে ২ কেজি পাওয়া যায়। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিকেলে আদালতে প্রেরণ করা হবে।