1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:৫১ অপরাহ্ন

ফতুল্লার এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করে নগদ টাকা ও স্বর্নালংকার লুট

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩০ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
ফতুল্লার তল্লায় এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করে নগদ ৫০ হাজার টাকা ও স্বর্নালংকার লুট করার অভিযোগ উঠেছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) ঘটনার দুই দিন পরে নিহতের মেয়ে নাছরিন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

নিহত বৃদ্ধার নাম আয়েশা বেগম (৬১)। তিনি ফতুল্লা মডেল থানার তল্লা গ্রীন রোডস্থ মৃত জহির খানের স্ত্রী। এর আগে, সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লার পশ্চিম তল্লা গ্রীণরোড এলাকায় এঘটনা ঘটেছে।

মামলায় উল্লেখ করা হয়, নাছরিনের (৪৭) স্বামী উজ্জল বাহরাইন প্রবাসে থাকাকালীন মৃত্যুবরন করেছে। তার দুই ছেলে বাহরাইন প্রবাসে থাকেন। ছোট ছেলে ও তার স্ত্রী এবং বৃদ্ধা মা আয়শাসহ প্রবাসে থাকা দুই ছেলের স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজ বাসায় বসবাস করেন। গত সোমবার বাসার সকলেই বেড়াতে যায় এবং বৃদ্ধা আয়শা একাই বাসায় ছিলেন। সে বিকেল সাড়ে ৩টায় এক আত্নীয়ের বাড়ীতে তালিমে যান। রাত সাড়ে ৯টায় নাছরিন বাসায় ফিরে দেখেন তার মা আয়শাকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা ঘর থেকে নগদ ৫০ হাজার টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়েগেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরন করেন।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শেখ রিজাউল হক দিপু জানান, এই হত্যাকান্ডটি আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। পুলিশের পাশাপাশি পিবিআই তদন্ত করছে। আশা করি দ্রুত এ হত্যার রহস্য উদঘাটন করতে পারবো।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD