আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঞ্চল্যকর ক্লু-লেস রিক্সা চালক “মনছুর” হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় অটোরিক্সা উদ্ধার সহ ছিনতাইকৃত অটো ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার ( উপ-পরিচালক) এ কে এম মুনিরুল আলম।
গ্রেপ্তারকৃত হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ও হত্যাকারী মঞ্জুর হোসেন নারায়ণগঞ্জের আড়াইহাজারে বায়েচর গ্রামের বাসিন্দা। ছিনতাইকৃত অটো ব্যবসায়ী রমজান আলী একই জেলার ভৈরবদী গ্রামের বাসিন্দা।
মনিরুল আলম জানান, গত ৬ ফেব্রুয়ারি বিকালে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি পশ্চিম পাড়া এলাকা থেকে আব্দুল্লাহ আল মনছুর (২১) নামের এক অটোরিক্সা চালক নিখোঁজ হয়। এ ঘটনায় ৯ ফেব্রুয়ারী ভিকটিমের মা ছেমনা খাতুন সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। গত ১৩ ফেব্রুয়ারী সোনারগাঁয়ের বেইলর এলাকার নতুন রাস্তার পাশে একটি ডোবা থেকে ভিকটিমের মরদেহ পাওয়া যায়।
ভিকটিমের আত্মীয়-স্বজন নিখোঁজ আব্দুল্লা আল মনসুর এর মরদেহ দেখে সনাক্ত করে। এ ঘটনায় সোনারগাঁ থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে এই নৃশংস ক্লু-লেস হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের সনাক্ত করা হয় এবং ১৪ ফ্রেব্রুয়ারী সিদ্ধিরগঞ্জের মিজিমিজ এলাকা থেকে হত্যাকারী মঞ্জুর হোসেন @ মঞ্জুকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে মতে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার কাদিরদিয়া এলাকা থেকে ছিনতাইকৃত অটোরিক্সা ব্যবসায়ী আসামী রমজান আলীকে গ্রেপ্তার করা হয়। এসময়
ভিকটিমের ব্যাটারি চালিত রিক্সাটি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড এবং ভিকটিমের ব্যাটারী চালিত রিক্সাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে গ্রেফতারকৃত আসামী মঞ্জুর ও তার সহযোগীরা হত্যাকান্ডটি ঘটায়। হত্যার সাথে জড়িত আসামীরা ও ভিকটিম একই এলাকায় রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভিকটিমের ব্যাটারী চালিত রিক্সটি ছিনতাইয়ের উদ্দেশ্যে সোনারগাঁ থানা এলাকায় নিয়ে যায়। পরে আসামীরা পারস্পারিক সহযোগীতায় হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে পাশ্ববর্তী ডোবায় ফেলে দেয়।এসময় তারা ব্যাটারী চালিত রিক্সাটি নিয়ে চলে যায়।
৭ ফেব্রুয়ারী ভিকটিমের ছিনতাইকৃত ব্যাটারী চালিত রিক্সাটি আসামী রমজানের কাছে হস্তান্তর করে। অবশেষে র্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায়
এই হত্যাকান্ডে জড়িত মূল আসামী মঞ্জুর হোসেন @ মঞ্জু ও তার সহযোগী রমজান আলীকে সনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামীদের দেয়া তথ্য অনুযায়ী ভিকটিমের ব্যাটারী চালিত রিক্সাটি উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ হত্যাকান্ডের সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।