1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন

ফতুল্লায় আগুনে দগ্ধ হয়ে নারী শ্রমিকের মৃত্যু,শতাধিক ঘর পুড়ে ছাই

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭৮ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে একটি ইটখোলায় আগুনে দগ্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় রোকেয়া নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আগুনে ইটখোলায় বসবাস করা শ্রমিকদের প্রায় শতাধিক খুপড়ি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

১৪ই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার রাত ১২টার দিকে ফতুল্লার বক্তাবলী ফেরি ঘাটের কাছে এনবিএম ও জেবিসি ইট খোলায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে দগ্ধ নারীর লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত রোকেয়া (২৭) এনবিএম ইটখোলার শ্রমিক হারুন অর রশিদের স্ত্রী।

শ্রমিকরা জানান, হারুন ও রোকেয়ার এক বছর আগে বিয়ে হয়েছে। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। তারা স্বামী-স্ত্রী দু’জনই ইটখোলায় কাজ করেন।

শ্রমিকরা আরো জানান, হঠাৎ খুপড়ি ঘরে আগুন ধরে আশপাশে ছড়িয়ে পড়ে। এ সময় পাশের জেবিসি ইটখোলার খুপড়ি ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। এতে উভয় খোলার প্রায় শতাধিক ঘর পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে পুড়ে যাওয়া এনবিএম ইটখোলার খুপড়ি ঘরের ছাই থেকে রোকেয়ার দগ্ধ লাশ উদ্ধার করেছে।

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আগুনের সূত্রপাতের বিষয়ে এখনো জানা যায়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD