আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশা উলটে নারী ও শিশু সহ ছয়জন আহত হয়েছেন। আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য। ডাক্তার দেখাতে এসে দুর্ঘটনার শিকার হন তারা। আহত অপরজন অটোরিকশার চালক। তিনিও ওই পরিবারের আত্মীয়।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাত নয়টায় সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাড়কে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় চট্টগ্রামগামী ইম্পেরিয়াল পরিবহনের যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে পেছন থেকে যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ৬ যাত্রী গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজনের সহায়তায় আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত যাত্রীরা হলেন- তাসলিমা (৩০), শাহীনুর (৩৮), জামাল (৪০), সাকিবুল (১২), রিফাত (১৪) ও তানভীর (৩)।
দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করে শিমরাইল হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম বলেন, রাত নয়টার দিকে দ্রুতগামী বাস চাপায় অটোরিকশার ৬ যাত্রী আহত হয়েছে। এ ঘটনায় বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। আহতরা সবাই একই পরিবারের। তারা সাইনবোর্ডে প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিল। দুর্ঘটনার পর আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।