আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর থানাধীন টানবাজার এলাকার মাদক ব্যবসায়ী শিবা ওরফে নুর ইসলামের বিরুদ্ধে মাদক বিক্রির সংবাদ প্রকাশ করায় হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে মাদক ব্যবসায়ী শিবা ওরফে নুর ইসলাম ০১৬২০০৩২৭৫৪ এই নাম্বার থেকে মুঠোফনে কল দিয়ে আমার নারায়নগঞ্জের বার্তা সম্পাদক শান্তকে প্রাননাশের হুমকি দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, তরুণ অনুসন্ধানী সাংবাদিক শান্ত বিভিন্ন সময় মাদক ব্যবসায়ীদের নিয়ে সংবাদ প্রকাশ করে। সেসব সংবাদ জেরে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শিবা ওরফে নুর ইসলাম মুঠোফনে কল দিয়ে প্রাননাশের হুমকি প্রদান করে। এসময় মুঠোফনে শিবা এবং তার স্ত্রী অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। প্রাণনাশের হুমকি দেয়ায় ভূক্তভোগী সাংবাদিক ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভূগছে।