বন্দরে গনঅধিকার পরিষদের নাম ভাঙিয়ে আরমানের যত অপকর্ম
নিজস্ব প্রতিবেদক:
নারায়নগঞ্জের বন্দর উত্তর লক্ষনখোলা এলাকায় জমিজমা বিরোধের জের ধরে মঞ্জুর (৬৪) নামে এক বৃদ্ধকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। উক্ত বিষয়ে বন্দর মডেল থানায় মামলা দায়ের করা হলে আহত বৃদ্ধকে মুঠোফনে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দেয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও গনঅধিকার পরিষদের বন্ধু বন্দর থানার আহবায়ক পরিচয়দানকারী রাসেল ওরফে আরমান নামের এক যুবকের বিরূদ্ধে ।
খোজ নিয়ে যানা যায়, রাসেল ওরফে আরমান নামের ঐ যুবক গনঅধিকার পরিষদের বন্দর থানার আহবায়ক।
ভুক্তভোগীর অভিযোগ, গত ২১ মার্চ রাতে বন্দর মডেল থানার পুলিশ মামলায় উল্লেখিত আসামীদেরকে গ্রেফতার করতে গেলে একটি অচেনা নাম্বার থেকে মুঠোফনে কল দিয়ে উক্ত মামলা তুলে নিতে হুমকি প্রদান করেন বিএনপি নেতা ও গনঅধিকার পরিষদের বন্দর থানার আহবায়ক পরিচয়দানকারী রাসেল ওরফে আরমান নামের এই যুবক।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, বন্দরের প্রায় বেশিরভাগ এলাকায় গনঅধিকার পরিষদের আহবায়ক ও বিএনপি নেতার পরিচয় দিয়ে রাসেল ওরফে আরমান ভূমি দখল ও চাদাবাজি করে বেড়ায়।