আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাড়িতে গ্যাসের লাইন লিকেজ হয়ে বিস্ফোরণে দগ্ধ রিকশাচালক মোহাম্মদ হান্নান (৪০) মারা গেছেন।
শুক্রবার দিবাগত রাত সোয়া ১ টার দিকে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান। তিনি জানান গত তিন ৩ মার্চ দগ্ধ অবস্থায় নারী শিশুসহ ৮ জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরমধ্যে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় হান্নান এইচডিইউর ২২ নম্বর বেডে মারা যান। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
গত সোমবার ভোররাতের দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
তারা হলেন— রিকশাচালক মোহাম্মদ হান্নান (৫৫), তার স্ত্রী নুরজাহান আক্তার লাকী (৩২), তাদের ছেলে সাব্বির (১২), মেয়ে সামিয়া (১০) ও জান্নাত (৫)। অপর পরিবারের সোহাগ (২৫), তার স্ত্রী রুপালি বেগম (২২) ও তাদের একমাত্র মেয়ে সুমাইয়া (১৬ মাস)। তাদের মধ্যে হান্নানের শরীরের ৪৫ শতাংশ , শিশু সুমাইয়ার ৪৪ শতাংশ , রুপালির ৩৪ শতাংশ , সাব্বিরের ২৭ শতাংশ , নুরজাহান লাকির ২২ শতাংশ , সামিয়ার ৯ শতাংশ ও জান্নাতের ৩ শতাংশ দগ্ধ হয়।