আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পলিথিনবোঝাই একটি কাভার্ড ভ্যানসহ মো. রফিক (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নিয়মিত টহল চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউটার্নে মিনি কাভার্ড ভ্যান তল্লাশি চালিয়ে এই পলিথিন জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম।
তিনি কামরাঙ্গীরচরের মো. হারুনের ছেলে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আড়াই টনের বেশি ওজনের নিষিদ্ধ পলিথিনবোঝাই একটি মিনি কাভার্ড ভ্যান মহাসড়কের মৌচাক ইউটার্ন ঘুরে যাওয়ার সময়ে হাইওয়ে পুলিশ থামিয়ে তল্লাশি করে। তখন গাড়িতে নিষিদ্ধ পলিথিন পায় তারা।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। পলিথিন ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।