আমার নারায়ণগঞ্জ:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সাত দিনব্যাপী অমর একুশে বইমেলা চলছে চাষাঢ়ার শহীদ জিয়া হল প্রাঙ্গনে।
এইবার নারায়ণগঞ্জ জিয়া হলের বই মেলার সংহতির স্টলে পাওয়া যাবে মিলন মাহমুদের ও গেরিলা ও বসন্ত বইটি।
বইটিতে ‘গেরিলা পর্ব’ ও ‘বসন্ত পর্ব’ নামে দুটো পৃথক অংশ আছে। যেভাবে সব সংগ্রামের পরবর্তী স্থিতাবস্থা কায়মনোবাক্যে প্রার্থিত হয়।
মঞ্চের মানুষ মিলন মাহমুদ, স্বাতন্ত্র্য তার লেখার অন্যতম গুণ। যতবার প্রাচীনের ছাঁচে ফেলে বর্তমানকে দেখতে চেয়েছেন, পঙক্তিরা অনন্য হয়ে উঠেছে। নিজস্ব দর্শনের দৃঢ়তা তার কেবলা নিয়ে গেছে মানুষের দিকে।
বিপ্লবের মধ্য দিয়ে নতুন সূর্যোদয়ের দিকে তাকিয়ে আছেন গেরিলা ও বসন্তের জয়কার করা এই কবি। ওজনদার কবিতাগুলো পড়তে পড়তে পাঠককে একাধিকবার নিষ্পলক ও ভাবিত করার সম্ভাবনা রাখে বইটি।