আমার নারায়ণগঞ্জ:
ফতুল্লার মধ্য ইসদাইর এলাকায় কমলাপুরগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে। তবে নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, ফতুল্লার মধ্য ইসদাইর এলাকায় ট্রেন লাইনে ওই যুবকের মরদেহ পড়ে ছিল। পরে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দেয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় শনাক্ত করে যাবে।