আমার নারায়ণগঞ্জঃ
নারায়নগঞ্জের বন্দর থানার রাজবাড়ী এলাকার সরকারি শ্রম অধিদপ্তরের সামনে ময়লার স্তুপ। দুর্গন্ধে হাটা যায় না। উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে গেলেও ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। দু, একটি এনজিওর মাধ্যমে বাসা-বাড়ি ও ড্রেনের ময়লা নিস্কাশনের ব্যবস্থা গ্রহণ করতে দেখলেও কি কারণে সরকারি অধিদপ্তরের পাশের ময়লা পরিস্কার করা হচ্ছে না তা বোধগম্য নয় এলাকাবাসির।
স্থানীয় রাজবাড়ী এলাকার ব্যবসায়ী বিদুৎ বলেন, এটা একটা সরকারি অফিস হওয়া সত্ত্বেও কিবাবে এখানে এরকম ময়লার স্তুপ তৈরি হতে পারে তা জনসাধারণের বোধগম্য নয়। স্থানীয়রা ময়লার দুর্গন্ধে হাটতে পারেনা।
এরকম সরকারী শ্রম অধিদপ্তরের মত গুরুত্বপূর্ণ স্থানে যারা ময়লা ফেলে পরিবেশ দূষণ করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি। পাশাপাশি ময়লা পরিস্কার করে নির্মল বাতাস পেতে সকলের এগিয়ে আসা উচিত। এই ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।
এরুপ বন্দর থানার রাজবাড়ী এলাকার সরকারি শ্রম অধিদপ্তরের সামনের পরিস্থিতি দেখলেই বুজা যাচ্ছে অত্র এলাকায় অন্যত্র সাধারন জায়গার ময়লার কিরুপ ভয়ংকর অবস্থা হতে পারে।