1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জে এনজিও কর্মকর্তাকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৭ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মো. সাজেদুর রহমান নামে এক এনজিও কর্মকর্তাকে গলা কেটে হত্যার দায়ে মো. হান্নান (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। একই মামলায় অন্য দুই আসামিকে বেখসুর খালাস প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মো. হান্নান নারায়ণগঞ্জের সোনারগাঁ বারদী এলাকার শামসুদ্দিনের ছেলে। সেই সঙ্গে ভিকটিম মো. সাজেদুর রহমান ব্যুরো বাংলাদেশ এনজিও’র সোনারগাঁয়ের বারদী শাখার প্রগ্রাম অর্গানাইজার হিসেবে কর্মরত ছিলেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘২০২০ সালের ৭ সেপ্টেম্বর সোনারগাঁ থানার দায়ের করা একটি হত্যা মামলা একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে আরো দুজনকে খালাস প্রদান করা হয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD