1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন

আড়াইহাজারে কারখানার গরম পানিতে পড়ে শ্রমিকের মৃত্যু

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১০ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাইং কারখানার গরম পানিতে পরে ঝলসে গিয়ে ৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লরে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার দুপতারা ইউনিয়নের কুমারপাড়া এলাকায় মোঃ ইয়াকুবের মালিকানাধীন ভাই ভাই এমব্রয়ডারি এন্ড টেক্সটাইল মিলে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি ওই কারখানায় রাঘবদী এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে মাহফুজ (২৬) কাজ করছিল। ওই সময় ডাইংয়ের স্ট্রীমের গরম পানিতে অসাবধানতাবশত মাহফুজের পা পিছলে পড়ে গিয়ে পা ঝলসে গেলে সাথে থাকা শ্রমিকরা তাকে উদ্ধার করে। পরে স্বজনেরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করেন।

নিহতের বোন শাহনাজ জানান, আমার ভাই ৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে মারা যান।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত মাহফুজের পরিবারের কোন অভিযোগ না থাকায় ঢাকা শাহবাগ থানায় একটি ইউ ডি মামলার পর ময়না তদন্ত করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD