আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার বাড়ি বায়তুল আমানে হামলা ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এসময় ভেকু দিয়ে ওই বাড়ির দেয়াল ও ছাদ ভেঙে দেওয়া হয়। একপর্যায়ে ওই বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কয়েকশ জনতা হামলা ও ভাঙচুর শুরু করে। তবে ওই বাড়িতে কেউ থাকত না।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের চাষাড়া এলাকা আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার (খান সাহেব ওসমান আলী) বাড়ি বায়তুল আমানে মহানগর বিএনপির আহ্বায় সাখাওয়াত হোসেন ও সদস্য সচিব আবু আল ইউসুফের উপস্থিতিতে কয়েকশ বিএনপির নেতা-কর্মী ও বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা ও ভাঙচুর শুরু করে। এসময় তারা হামার দিয়ে ওই ভবনের দেয়ালে ভাঙচুর করে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা বাড়ির ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়। এসময় ভেকু দিয়ে দোতলা বায়তুল আমান বাড়ি ভাঙা শুরু হয়। পরে সীমানা প্রাচীরের প্রধান ফটক ভেঙে ভেকু বাড়ির ভেতরে প্রবেশ করে। ভেকু দিয়ে ওই বাড়ির দেয়াল ও ছাদ ভাঙা শুরু হয়। তবে ওই বাড়িতে কেউ থাকত না।
শামীম ওসমানের দাদার বাড়ি বায়তুল আমানে ১৯৫২ সালে ২৯ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের বৈঠক হয়েছে। মুক্তিযুদ্ধসহ রাজনৈতিকসহ নানা কারণে বায়তুল আমান আলোচিত ছিল।