আমার নারায়ণগঞ্জ:
কাসফা টাওয়ারে এবারের সরস্বতী পূজা ছিলো এক অনন্য আয়োজন, যেখানে তিনদিনব্যাপী দিন-রাত উৎসবমুখর পরিবেশে সাথে নিরসিংহ পূজা উদযাপিত হয়েছে।হিন্দু পরিবারের ছেলেমেয়েদের সম্মিলিত পারফরম্যান্স, মহিলাদের জন্য বিশেষ আয়োজন, বাচ্চাদের জন্য মজার সব খেলা, র্যাফেল ড্র সহ নানা ব্যতিক্রমী আয়োজন এবারের পূজাকে দিয়েছে এক অনন্য মাত্রা।
প্রতিদিনই চলেছে ভোগ প্রসাদ ও জমকালো খাবারের আয়োজন। হাসি-আড্ডায় মুখরিত ছিলো টাওয়ারের প্রতিটি কোণ। বিশেষ আকর্ষণ হিসেবে প্রত্যেক শিশুর জন্য ছিলো শুভেচ্ছা উপহার ও পুরস্কার বিতরণী। তবে সবচেয়ে বেশি আলোচিত ছিলো এবারের বিসর্জন, যেখানে পূজার ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করেছে।
সবার আন্তরিক প্রচেষ্টায় সফল হয়েছে এই আয়োজন। একসঙ্গে কাজ করার এই চেতনাই কাসফা টাওয়ারের সকলকে আরও ঐক্যবদ্ধ করেছে। সবাই মা সরস্বতীর কাছে প্রার্থনা করেছেন, যেন ভবিষ্যতেও এই সম্প্রীতি অটুট থাকে, আনন্দে ভরে থাকে প্রতিটি পূজার আয়োজন।