আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে অজ্ঞাত (৭০) বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে সাইনবোর্ড ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ্বে থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, গত তিনদিন ধরে বৃদ্ধ লোকটি সাইনবোর্ড বাসস্ট্যান্ডের আশেপাশে ঘুরাঘুরি করছিল। ধারণা করা হচ্ছে লোকটি মানসিক রোগে আক্রান্ত ছিল। দুপুর ৩টার দিকে লোকজন জানতে পারে তিনি মারা গেছেন। পরে তারা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে আসে হাইওয়ে পুলিশের টহলগাড়ী।
হাইওয়ে পুলিশের সার্জেন্ট মাহমুদ ঢাকা মেইল জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।