আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যালেডিয়াস বিজনেস সলিউশন নামে একটি এলপিজি গ্যাস সিলিন্ডারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে।
আজ রবিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পূর্বাচল ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আল মাসুদ জানান, বিকাল সোয়া ৪টার দিকে রূপগঞ্জের গোয়ালপাড়া এলাকায় ব্যালেডিয়াস বিজনেস সলিউশন এলপিজি গ্যাস সিলিন্ডারের গোডাউনে হঠাৎ আগুন জ্বলে উঠে।
কিছুক্ষণের মধ্যে গোডাউনে মজুদ থাকা বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পূ্র্বাচল ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে গোডাউনে মজুদ থাকার বিপুল সংখ্যক গ্যাসভর্তি ও খালি সিলিন্ডার পুড়ে ক্ষয়ক্ষতি হয়। তবে কেউ হতাহত হননি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ম্যানেজার জহিরুল ইসলাম।
ফায়ার সার্ভিস বলছে, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।
জানা গেছে, গত ৪ বছর ধরে গোলাম কিবরিয়া নামে একজন গোয়ালপাড়া এলাকায় ঘর ভাড়া নিয়ে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ করে আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ করে আসছেন।