আমার নারায়ণগঞ্জ:
সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কতৃপক্ষ।
২ ফেব্রুয়ারি (রবিবার) সকাল থেকে বিকেল পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে হাতুড়াপাড়া ও নয়াপুর মাঠ সংলগ্ন এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযানে প্রায় ৭০০টি বাড়ির ৯০০ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে নয়াপুর বাজার সংলগ্ন ৩টি অবৈধ মিষ্টি তৈরির ফ্যাক্টরির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে মোট ৩০,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ।
তিতাস কতৃপক্ষ জানিয়েছে, সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম চলমান রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।