1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে পাঁচ ছিনতাইকারী গ্রেফতার

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৪০ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে আসামিদের ছিনতাইয়ের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

এর আগে, ১২ ফেব্রুয়ারি রাতে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক তাদেরকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে দুইটি সুইচ গিয়ার, তিনটি ধারালো চাকু ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- সাকিব ওরফে সাজিদ (১৯), সজিব (২০), তুষার (২৬), আনিছুর রহমান বাবু (১৯) ও মীর হোসেন হৃদয় (২২)। তারা সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোরে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় মাছ ব্যবসায়ী বাচ্চু মিয়াকে কুপিয়ে তার কাছ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেন ছিনতাইকারীরা। খবর পেয়ে তার (বাচ্চু মিয়া) স্বজনরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে আহত বাচ্চু মিয়া সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, ঘটনার পর চিকিৎসা নিয়ে অভিযোগ করেন ভুক্তভোগী। এর প্রেক্ষিতে আসামিদের গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী অপরাধের সঙ্গে জড়িতদের সনাক্ত করেছেন।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD