আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকাডুবে গেছে। এই ঘটনায় তাৎক্ষণিক নদী থেকে ৯ জনকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয় লোকজন।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের নবীগঞ্জ গুদারাঘাটে এ ঘটনা ঘটে।
সন্ধ্যা সাড়ে ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আমিনুল হক।
স্থানীয় লোকজন জানান, নবীগঞ্জ গুদারাঘাটের পশ্চিম পাশ থেকে একটি নৌকায় করে দুটি পরিবারের ৯ জন বন্দর পূর্ব পাড়ে যাচ্ছিলেন। শীতলক্ষ্যা নদীর দক্ষিণ দিকে যাওয়ার পথে একটি বালুবাহী বাল্কহেডের সামনে পড়ে যায় নৌকাটি। বাল্কহেডটি নৌকাটিকে টেনে নদীর বেশ কিছুদূরে নিয়ে যায়। এ সময় নৌকাটি ডুবে গেলে যাত্রীরা প্রাণ রক্ষার্থে চিৎকার করতে থাকেন। আশপাশের কয়েকটি নৌকা তাৎক্ষণিক গিয়ে নদী থেকে ৯ জনকে জীবিত উদ্ধার করে। স্থানীয় লোকজন ঘাতক বাল্কহেডটি আটক করতে ইঞ্জিনচালিত নৌকা দিয়ে শহরের বরফকল ঘাট পর্যন্ত তাড়া করেন। একপর্যায়ে বালুবাহী বাল্কহেডটি পালিয়ে যেতে সক্ষম হয়।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিন জনকে নারায়ণগঞ্জ সদর ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি।
ওসি একেএম আমিনুল হক বলেন, নৌকাডুবির সঙ্গে সঙ্গে অন্যান্য নৌকা ও স্থানীয় লোকজনের সহায়তায় যাত্রীরা তীরে উঠতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কেউ নিখোঁজ নেই। নৌকাটিতে সাতজন যাত্রী ছিল বলে জানা যায়।
এদিকে, নৌকাডুবির ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যেতে দেখা যায়। বাল্কহেডের নিচে চলে যাওয়া কয়েকজন নারীসহ যাত্রীদের সাঁতরে ভেসে থাকতেও দেখা যায়। পরে কয়েকটি নৌকায় তাদেরকে উদ্ধার করা হয়।