আমার নারায়ণগঞ্জ:
চট্টগ্রামের মিরসরাইয়ে বাসচাপায় এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বাস থেকে ছিটকে পড়ে বাসচালক ও শিক্ষার্থীসহ ৬ জন আহত হয়েছেন। শিক্ষাসফরে যাওয়ার পথে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী বহনকারী বাস নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশের হাদি মুসা এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। আহতেরা হলেন- কলেজশিক্ষার্থী শাখাওয়াত হোসেন, মোহাম্মদ আশিক ও আঁখি। আহত অন্যদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিমল চন্দ্র দাস বলেন, ‘সড়কের ওপরে ওঠে যাওয়া এক ব্যক্তিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে আমাদের বাসটি সড়কের বাইরে ছিটকে পড়ে। বাসে আমরা শিক্ষক-শিক্ষার্থী মিলে ৪০ জন ছিলাম। আহতদের উদ্ধার করে স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’
দুর্ঘটনাস্থলে থাকা জোরারগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মো. জিয়াউদ্দিন বলেন, ‘দুর্ঘটনার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সঙ্গে আমরা উদ্ধার কাজে অংশ নিই। বাসের চালক ও শিক্ষার্থীসহ ৬ জনকে উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তি নিহত হয়েছেন। আমরা তার পরিচয় শনাক্তে চেষ্টা করছি