আমার নারায়ণগঞ্জঃনারায়ণগঞ্জ থেকে কুমিল্লা যাওয়ার পথে মটরসাইকেল দুর্ঘটনায় শাকিল (৩৫) নামে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় সাথে থাকা তারই বন্ধু অনিক (৩০) মারাত্মক ভাবে আহত হয়েছে।
রোববার (১২ ফেব্রুয়ারী) সকাল ৯টায় ঢাকা ধানমন্ডি নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাকিল মৃত্যু বরণ করে। নিহত শাকিল বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চর-ধরেরশ্বরী এলাকার আশাবুদ্দিন মিয়ার ছেলে।
এর আগে, গত ৮ ফেব্রুয়ারী বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা যাওয়ার পথে অজ্ঞাত নামা একটি ট্রাক পিছন দিক দিয়ে মটর সাইকেলকে ধাক্কা দিলে দুই বন্ধু মারাত্মক ভাবে আহত হয়। পথচারিরা আহতদের মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে সংশ্লিষ্ট হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা ধানমন্ডি নিউ লাইফ হাসপাতালে প্রেরণ করে।