আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড খোকন সাহা বলেছেন, আজ বাংলাদেশের রাজনীতিতে বিএনপির বন্ধুরা ঘোলা পানিতে মাছ শিকারে ব্যস্ত। তারা বুঝতে পেরেছে যে তারা এই দেশে আর ক্ষমতায় আসতে পারবে না। তাই তারা পেছনের দরজা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। অনেকে বলে মহানগর আওয়ামী লীগ নাকি ব্যার্থ। ২০০৩ সালে আমরা সের-ই-বাংলা স্কুলের একটি কক্ষে এই ১৩ নং ওয়ার্ডের সম্মেলন করেছিলাম, আর আজ এই তোলারাম কলেজের উন্মুক্ত প্রাঙ্গনে সম্মেলন করছি। এটা আমাদের সফলতা।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সরকারি তোলারাম কলেজে আয়োজিত ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন সাহা বলেন, ফখরুল সাহেব আর দুদুরা উল্টা-পাল্টা কথা বলছে। ওরা ১০ তারিখ ডেডলাইন বেধে দিয়েছিলো। ১০ তারিখে নাকি ওরা ক্ষমতায় আসবে। খুনি তারেক জিয়া আর এতিমের টাকা আত্মসাৎকারী খালেদা জিয়া ক্ষমতায় আসতে চেয়েছিলো। ক্ষমতায় আসার একটাই মাধ্যম, আর সেটা হচ্ছে নির্বাচন। এর বাইরে অন্য কোন ভাবে সরকার পরিবর্তন সম্ভব না। তারা একেক সময় একেক কথা বলেন, দৌড়ে বিদেশি প্রভুদের কাছে চলে যান। আমি বলতে চাই, বিদেশি প্রভুরা আপনাদের ক্ষমতায় আনতে পারবে না, ক্ষমতায় আনতে পারবে বাংলার জনগন। আপনাদের ক্যারেক্টার আমরা জানি। বিএনপি যুদ্ধাপরাধীর দল, খুনির দল। ম্যাডাম খালেদা জিয়া ২০১৪ সালের নির্বাচনের ট্রেনে উঠতে ভুল করেছে। পরে ১৮ সালে নির্বাচন প্রত্যাখান করেছে।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি দেশ আজ স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনা আমাদের ডিজিটাল বাংলাদেশের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের প্রচার করতে হবে। আওয়ামী লীগের উন্নয়নের কথা প্রচার করতে হবে। একসময় প্যারাসিটামল বিদেশ থেকে আনতে হতো, আর এখন বাংলাদেশ থেকে বিদেশে ঔষধ রপ্তানি করা হয়। করোনার আক্রমন আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারনে পৃথিবীর উন্নত দেশগুলোর কোমর ভেঙ্গে গেছে। আর এমন কঠিন সময়ে শেখ হাসিনা শক্ত হাতে বাংলাদেশের হাল ধরে রেখেছে।
তিনি আরও বলেন, নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে। প্রতিযোগিতা ছাড়া নেতৃত্বের সঠিক বিকাশ হয় না। আমরা সকলকে সভাপতি সাধারণ সম্পাদক বানাতে পারবো না। তবে আমরা যোগ্যতার ভিত্তিতে আমাদের নেতাকর্মীদের মূল্যায়ন করবো। আপনারা আমার ও আনোয়ার ভাইয়ের প্রতি বিশ্বাস রাখবেন।
এসময় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি হান্নান আহমেদ দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আরমান, সাংগঠনিক সম্পাদক এড মাহমুদা মালা, দপ্তর সম্পাদক বিদ্যুৎ কুমার সাহা, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, শিখন সরকার শিপন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন প্রমুখ।