1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৫ অপরাহ্ন

বন্দরে ৫টি ইউনিয়নে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩১ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ কেন্দ্রীয় বিএনপি কর্মসূচি অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার আওতাধীন বন্দর উপজেলার ৫টি ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্ধীদের মুক্তি, বিদুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনী দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং অবৈধ সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিবার্চনসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়ন পদযাত্রা শুরু হয়ে কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা এলাকায় সংক্ষিপ্ত পথ সভার মধ্যে পদযাত্রা কর্মসূচি সমাপ্ত করা হয়।

কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি প্রধান স্মনায়ক সাহাদুল্লাহ মুকুলের সভাপতিত্বে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপি আহবায়ক এডঃ শাখাওয়াত হোসেন বলেন, এ সরকার সাধারন জনগনের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে।

কথায় কথায় বিদ্যুৎ,গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দাম বাড়িয়ে দিচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রান পেতে হলে এ সরকারের পতন ঘটাতে হবে। সে সাথে বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সকল রাজবন্ধীদের মুক্তি দাবি জানাচ্ছি।

পদযাত্রা বক্তব্য রাখেন মহানগর বিএনপি সদস্য সচিব এডঃ আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদল নেতা মোন্তাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব, মনিরুল ইসলাম সজল, যুগ্ম আহবায়ক সাহেদ, বন্দর থানা যুবদল নেতা নাজমুল হক রানা, মহিউদ্দিন শিশির,বন্দর থানা বিএনপি নেতা মোজাম্মেল, বন্দর থানা যুবদল নেতা মোঃ ফিরোজ, বন্দর উপজেলা যুবদল নেতা আশাবুদ্দিন, মহানগর যুবদল নেতা সোহেল খান বাবু, কলাগাছিয়া ইউনিয়ন যুবদল নেতা দ্বীন ইসলাম ও দিদার হোসেন প্রমুখ।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD