আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি খেলার মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৫২ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় একদল যুবক।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যার আগে ফতুল্লার ভোলাইল খেলার মাঠে খেলতে গিয়ে যুবকরা পৃথক দুটি পুটুলির মধ্যে গুলিগুলো দেখতে পায়। পরে সেগুলো ফতুল্লা থানায় নিয়ে জমা দেয় তারা। পুলিশের ধারণা গুলিগুলো গত ৫ আগস্ট নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব থেকে লুট হয়েছিল।
ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম বলেন, সোমবার বিকেলে ভোলাইল মাঠে খেলতে গিয়ে স্থানীয় যুবকরা গুলিগুলো দেখতে পেয়ে সরাসরি থানায় নিয়ে আসে। ৩৫২ রাউন্ড গুলির মধ্যে পয়েন্ট টু টু বোরের ২৮৯ রাউন্ড এবং ৬৩ রাউন্ড রয়েছে কার্তুজ। যেহেতু পুলিশ পয়েন্ট টু টু বোর ব্যবহার করে না, তাই ধারণা করা হচ্ছে গুলিগুলো রাইফেল ক্লাব থেকে লুট হওয়া গুলির একাংশ।
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে একদল দুষ্কৃতকারী নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে লুটপাট ও ভাংচুর চালায়। তারা ক্লাবের ভল্ট ভেঙ্গে ৮৩টি বিভিন্ন ধরণের আগ্নেয়াস্ত্র এবং সাড়ে ১০ হাজার রাউন্ড বিভিন্ন ধরণের গুলি লুট করে নিয়ে যায়।