1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৫:৫২ পূর্বাহ্ন

দ্বিগু বাবুর বাজারে অভিযান, দুই সবজির দোকান মালিককে জরিমানা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ২৬৮ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নগরীর দ্বিগু বাবুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসন ও কৃষি বিপনন অধিদপ্তর’র সম্মিলিত অভিযান পরিচালনা করেছে। সোমবার (১১ মার্চ) বিকালে ওই এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অতিরিক্ত দাম ও মূল্য তালিকা না থাকার অপরাধে, দুই সবজির দোকান মালিককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কয়েকটি দোকানকে দাম বাড়ানো সম্পর্কে ও মূল্য তালিকার সম্বন্ধে সতর্ক করা হয়।

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন, নারায়াণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাশিদ বিন এনাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর; নারায়ণগঞ্জ শাখার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান, নারায়াণগঞ্জ কৃষি বিপনন অধিদপ্তর অফিসার মো. আতিকুল ইসলাম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক সোহেলসহ ক্যাব ও জেলা পুলিশের একটি টিম।

নারায়াণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাশিদ বিন এনাম জানান, আজকে এসে প্রথমে আমরা আসলে জরিমানার দিকে মনোযোগ দেইনি। আমাদের উদ্দেশ্য ছিল ব্যবসায়ীদের সচেতন করা, যাতে এ রমজানে কোনো ভাবেই যেন মূল্য কারসাজি না করে। জেলা প্রশাসনের নির্দেশ রোজার মাসে কেউ যদি মূল্য কারসাজি করে, তাহলে আমরা কঠোর থেকে কঠোর অবস্থানে যাব।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD