আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক বিরোধের জের ধরে আল আমিন নামে এক প্রবাসী ফেরত যুবককে কুপিয়ে হত্যা করেছে চাচাতো ভাই ও তার সহযোগীরা।
শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে পার্শ্ববর্তী মেঘনা উপজেলার চালিভাঙ্গা গ্রামের বালুর মাঠ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আল আমিন উপজেলার সম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দি এলাকার ইসমাইল মিয়ার ছেলে।
নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেলে সৌদি ফেরত প্রবাসী আল আমিনকে তার চাচাতো ভাই সুজন বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে সে আর বাড়িতে ফিরে আসেনি এবং দুজনের মোবাইল বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে সুজন বাড়িতে একা ফিরলে আল আমিনের কথা জিজ্ঞেস করলে সে উল্টাপাল্টা উত্তর দেয়। সুজনের কথায় সন্দেহ হলে কৌশলে তাকে সোনারগাঁ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের কথা বলে আটক করা হয়। এরপর তথ্য প্রযুক্তির মাধ্যমে লোকেশন ট্র্যাকিং করে নির্জন বালুর মাঠ থেকে আল আমিনের উদ্ধার করে পুলিশ।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সুজন নামের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।