1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
রবিবার, ১৮ মে ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন

সোনারগাঁয়ে নির্মাণাধীন ফুটওভার ব্রীজে দ্বিমুখী সিড়ি নির্মানের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩
  • ১৭১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় নির্মাণাধীন ফুটওভার ব্রীজে দ্বিমুখী সিড়ি নির্মানের দাবিতে মানববন্ধন করেছে বাজার কমিটির সদস্যবৃন্দ ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে হাজী আহসান উল্লাহ সুপার মার্কেট, সদর আলী বেপারী বাজার মাছের আড়ৎসহ অন্যান্য বাজার কমিটির সদস্যবৃন্দ, শতশত ব্যবসায়ী ও এলাকাবাসী এ মানববন্ধনে অংশ নেয়।

মানবববন্ধনে তারা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ফুটওভার ব্রীজে দ্বিমুখী সিড়ির দাবী জানিয়ে বলেন, এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। একমুখী সিড়ি দেয়ার কারনে মানুষের চলাচলে যেমন ভোগান্তি হবে তেমনি অন্যান্য বাজারের বিপরীতে অপর পাশের বাজারের বেচাকেনায়ও ব্যাঘাত ঘটবে।

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নারায়ণগঞ্জ শিমরাইল উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল হোসেন বলেন, পরিকল্পনায় একমুখী সিড়ি থাকায় এভাবেই কাজ শুরু করা হয়েছে তবে প্রয়োজনে বাড়ানো যাবে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD