1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
সোমবার, ১৯ মে ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন

বন্দরে রাজউকের অভিযানে ২ ভবন মালিককে অর্থদন্ড

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩
  • ১৮৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দরে ২১নং ওয়ার্ডস্থ এনায়েত নগর এলাকায় নকশা বহির্ভূত অনিয়মে কয়েকটি ভবনের বর্ধিত অংশ ভেঙে দেওয়াসহ ভবন মালিকদের লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

মঙ্গলবার ১৭জানুয়ারী দুপুর থেকে বিকেল পর্যন্ত বন্দর উপজেলার এনায়েতনগর এলাকায় উচ্ছেদ অভিযান চালায় রাজউক।

অভিযানে এনায়েত নগর এলাকার সৌদী প্রবাসী রুবেল মিয়ার মাতা নাসরিন বেগমের মালিকানাধীণ নির্মানাধীণ ৫তলা ভবন,আমিনুল ইসলামের নির্মানাধীণ ২য় তলার কিছু অংশ ভেঙ্গে দেয়া হয়। এ সময় সৌদী প্রবাসী রুবেল মিয়ার মাতা নাসরিন বেগমকে দেড়লক্ষ টাকা ও আমিনুল ইসলামকে ১লক্ষ টাকা জরিমানা করেন।
রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াহিয়া খানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযানে বিপুল পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী ও বন্দর থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াহিয়া খান জানান, নকশাবহির্ভূত ভবন নির্মাণ এবং বিধি নিষেধ অমান্য করার বিষয়টি রাজউকের নজরে এলে ভবন মালিকদের কয়েক দফায় নোটিশ দেওয়া হয়। কিন্তু তারা এর কোন সদোত্তর না দিয়ে তাদের মর্জি অনুযায়ী নিয়ম কানুনের তোয়াক্কা না করে ভবন নির্মাণ কাজ চালাচ্ছিল। পরে নিয়ম অনুযায়ী রাজউক উচ্ছেদ অভিযান চলিয়ে ভবনে বর্ধিত অংশ ভেঙে দেওয়া হয়। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে ভবনের মালিকদের অর্থদন্ড প্রদান করা হয়।

এ সময় রাজউকের অর্থরাইজ কর্মকর্তা শুভঙ্কর সুস্ময় রায়, ইমারত পরিদর্শক সোহেল রানাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD