1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
সোমবার, ১৯ মে ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন

বন্দর প্রেসক্লাবের নির্বাচনে ১৩ পদে ১৭জন

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
বন্দর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৩-২৫ মনোয়নপত্র ক্রয় ও জমা শেষ দিনে ১৩ পদে ১৭ জন জমা দিয়েছেন।

২৬ এপ্রিল সকাল ১১টা থেকে বিকাল ৪টায় পর্যন্ত মনোয়নপত্র ক্রয় ও জমা নেয়া হয়। বন্দর প্রেসক্লাবের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান বাদলের নিকট প্রার্থীরা মনোয়নপত্র জমা দেন। এ সময় নির্বাচন কমিশনার বিএম ইউনিয়ন স্কুলের অধ্যক্ষ আজিজুর রহমান ও সাংবাদিক কবির হোসাইন উপস্থিত ছিলেন।

প্রধান নির্বাচন কমিশনার হাবিবুর রহমান বাদল জানান, প্রেসক্লাবের ১৩ পদে ১৮টি মনোয়নপত্র ক্রয় ও মনোয়নপত্র জমা দেন। তারা হলেন, সভাপতি পদে কমল খান, সহ-সভাপতি পদে মোঃ মামুন মিয়া, মাহফুজুর আলম জাহিদ, মেহেবুব মিয়া, সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন ছিদ্দিকী, নাসির উদ্দিন, নুরুজ্জামান মোল্লা, সহ-সাধারণ সম্পাদক জি এম সুমন, আরিফ হোসেন কনক, অর্থ সম্পাদক মেহেদী হাসান সজিব, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, প্রচার সম্পাদক শাহজামাল ও মেহেবুব মিয়া, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হৃদয় আহমেদ জয়, কার্যকরি সদস্য শাহ আলী মোঃ পিন্টু খান, ইমরান মৃধা ও দিন ইসলাম দিপু।

এর মধ্যে সহ-সভাপতি দুই পদে ও সাধারণ সম্পাদক এক পদে তিনজন করে এবং সহ-সাধারণ সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বী করছেন। এর মধ্যে প্রচার সম্পাদক পদে মেহেবুব মিয়া প্রত্যাহার আবেদন করেছেন, তিনি সহ-সভাপতি পদে নির্বাচনে অংশ নিবেন। ২৮ এপ্রিল তাদের মধ্যে কেউ প্রত্যাহার না করলে ১মে ভোটে মুখোমুখি হবেন।

১ মে বন্দর প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২৩ জন ভোটার তাদের প্রতিদ্বন্দ্বিতা নেতৃত্বে সৃস্টির লক্ষ্যে ভোট দিবেন।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD