1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
সোমবার, ১৯ মে ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন

ফতুল্লায় এগার লক্ষ চুয়ান্ন হাজার তিনশত টাকার জাল ষ্ট্যাম্পসহ পাচঁজন গ্রেফতার

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ১৬১ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন এলাকায় জাল স্ট্যাম্প ও বিভিন্ন ধরনের লেখা জাল সিলসহ ৫ জনকে গ্রেফতার করেছে জেলা কাউন্টার টেরোরিজম ইউনিট।

বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে তাদের ফতুল্লা মডেল থানাধীন শান্তিনগর বাজার সংলগ্ন বায়েজিদ ফ্যাশন থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১ লাখ ৫৪ হাজার ৩শ টাকার জাল স্ট্যাম্প ও বিভিন্ন লেখা সম্মলিত ৯টা জাল সিল ১১ লাখ ৫৪ হাজার তিনশ টাকার জাল স্ট্যাম্প ও বিভিন্ন লেখা সম্মলিত ৯টা জাল সিল জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, হৃদয় হোসেন (২০) সদর উপজেলার বক্তবলী রামনগর এলাকার মুক্তার হোসেনের ছেলে, মেহেদী হাসান (২৮) বন্দর লক্ষনখোলা এলাকার। মোহাম্মদ আলীর ছেলে, আরিফ হোসেন চৌকিদার (২৬) পটুয়াখালী জেলার বাউফল থানার আব্দুর রব চৌকিদারের ছেলে, মো. কাউসার (২৬) ফতুল্লা থানাধীন রামনগর এলাকার মুক্তার হোসেনের ছেলে ও এমরান হোসেন (৩৫) চাঁদপুর জেলার মতলব থানা এলাকার মোসেল সরকারের ছেলে।

জেলা কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক খোকন চন্দ্র সরকার জানান, অসাধু একটি চক্র দীর্ঘদিন ধরে জেলাজুড়ে নকল, জাল স্ট্যাম্প ও সিল ব্যবহার বাজারজাত করে আসছিল। গত বুধবার রাতে জাল স্ট্যাম্প প্রস্তুত করে বাজারজাত করার সময় তাদের গ্রেফতার করা হয়। এ সময় ১১ লাখ ৫৪ হাজার তিনশ টাকার জাল স্ট্যাম্প ও বিভিন্ন লেখা সম্মলিত ৯টা জাল সিল জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD