1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
রবিবার, ১৮ মে ২০২৫, ০৭:০১ অপরাহ্ন

বন্দরে জমি দখলের চেষ্টায় হোন্ডাবাহিনীর তান্ডব, গুলিবিদ্ধসহ আহত ১০

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৫১ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকায় একটি জমি দখল নিয়ে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়াতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১০ জন। জ্বালিয়ে দেওয়া হয়েছে দুটি মটরসাইকেল। ভাঙচুর করা হয়েছে আরো কয়েকটি গাড়ি।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে সাড়ে ১২টার সময় বন্দরের নাসিম ওসমান সেতু পাশে ফরাজিকান্দা বাজারে ওই ঘটনা ঘটে।

জানা গেছে, বেলা সাড়ে ১২টায় ফরাজিকান্দা বাজার এলাকাতে একটি জমি দখলের জন্য নারায়ণগঞ্জ শহর থেকে শামীম ওরফে পিজা শামীমের অনুসারী খ্যাত ৩০-৩৫টি মটরসাইকেলে করে লোকজন হাজির হন। ওই সময়ে তারা পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়ে জমি মাপা শুরু করে শেষ করে।এরপর ফরাজিকান্দা মসজিদের পাশে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান প্রয়াত রাইসুল হকের বাড়ির লোকজন জিজ্ঞাসা করতে আসলে গুলি ছুড়তে ছুড়তে প্রায় গলি ভিতরে যায় সন্ত্রাসীরা।

এ সময় রাইসুল হকের ছেলে মনিরুল হক পারভেজ পায়ে গুলিবিদ্ধ মাটিতে লুটে পড়ে। এসময় এলাকাবাসী ধাওয়ায় পালিয়ে যায় সন্ত্রাসীরা। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণে চেষ্টা করে।

এলাকাবাসী ধাওয়ায় নাসিম ওসমান সেতু অতিক্রম করা সময় রণক্ষেত্র পরিণত হয়। হোন্ডাবাহিনীর চার হোন্ডায় ভাঙচুর চালায় এলাকাবাসী। পরে দুইটি হোন্ডায় আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক জানান, জমি নিয়ে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে কেউ অভিযোগ দেয়নি।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD