1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন

প্রেম

  • প্রকাশিতঃ রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১৪২ বার পঠিত

জীবনে যদি কখনও আঁধার ঘনিয়ে আসে,
সবকিছু তখন স্থির হয়ে যাবে!
তখন মনে পড়বে অতীতের কথাগুলো,
মনে পড়বে পুরনো স্মৃতিগুলো!

তুমি যদি সেদিনের সেই প্রথম মুহূর্তটির কথা মনে কর
যা ঘটেছিল তোমার আমার মাঝে,
মনে কি পড়ে প্রিয় সেই রাতের কথা?
তুমি বলেছিলে;
কিছুক্ষণের মধ্যেই গান বন্ধ হয়ে যাবে,
আমরা দুজনে হাতে হাত ধরে,
শহরের মধ্য দিয়ে ধীরে ধীরে হাঁটতে থাকব।
আমরা মাঝে মাঝে থেমে যাব।
একে অপরের মাঝে ডুবে যাব!
তারপর মনের অজান্তে যখন
সত্য বেরিয়ে আসবে হৃদয়ের মাঝে,
তখন অনুভবে বিশ্বাস নিশ্চিত হবে।

যেখানে তোমার কোনো দ্বিধা ছিল না,
ছিল না মনের বাঁধা।
পারোনি চলে যেতে আমায় একা ফেলে,
সেই নিঝুম রাতে।
যে রাত ছিল শুধু তোমার আর আমার।
তুমি বলেছিলে;
জীবনে এমন সময় হয়ত আর কোনোদিন আসবে না
আজ যখন এসেছে তাহলে,
শুধু অনুভবে হৃদয় দিয়ে শুধু ভালোবাসো আমাকে
আমার হাত তোমার বুকের মাঝে ধরো,
অনুভব কর আমার হৃদয়ের স্পন্দন,
তুমিও কি আমার মতো অনুভব করছ!
তাহলে দেরি কেন?
কিছুক্ষণের মধ্যেই রাত শেষ হয়ে গিয়েছিল!
দেখেছিলে দুই নয়ন মেলে জীবনের সেই
সঙ্গী, আমাকে।
ভাবছো বসে একা একা সেই মধুময় সময়টুকু।
হঠাৎ আমায় একা ফেলে,
কোথায় তুমি চলে গেলে।
বলবে না কেউ আর আমারে
ভালোবাসো তুমি মোরে।

আমি থাকব না তোমার পাশে,
বাজবে বিরহের গান আমার মনে,
সাজবে তুমি নতুন করে,
পড়বে না আর চোখের জল।
জানবে না কেউ মনের কথা,
ভিজে যাবে না চোখের পাতা।
নতুন করে আসবে জোয়ার,
তোমার হৃদয় মাঝে।

চলবে তরী পাল তুলিয়ে,
বাজবে বাঁশি মধুর সুরে।
গাইবে তুমি গুণগুণিয়ে নতুন করে গান।
চলবে জীবন এমন করে,
সংসার হবে নতুন করে,
ভুলে যাবে সবকিছু,
থাকবে না কেউ তোমার পিছু,
স্মৃতিটুকু মুছে যাবে যদি সুখি হও।

তা না হলে জীবন ভরে,
থাকতে হবে অন্ধকারে,
বলবে না কেউ নতুন করে,
ভালোবাসি আমি তোমারে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD