1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
সোমবার, ১৯ মে ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন

সোনারগাঁয়ের দূর্ধর্ষ ডাকাত ও কুখ্যাত ছিনতাইকারী সেন্টু গ্রেফতার

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১৫৮ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
সোনারগাঁ উপজেলা থেকে দূর্ধর্ষ ডাকাত এবং কুখ্যাত ছিনতাইকারী মোঃ সেন্টু (৪০)কে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৯ মার্চ) মাঝেরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ সেন্টু (৪০) নারায়ণগঞ্জের সদর থানাধীন কিল্লারপুল এলাকার বাসিন্দা।

র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গত ৯ ফেব্রুয়ারি ৩০০ ফিট হাইওয়ে রাস্তার উপর থেকে এক প্রবাসীর পথরোধ করে মাইক্রোবাসে থাকা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছে থাকা টাকা-পয়সা, স্বর্নালংকার, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। পরবর্তীতে এই ঘটনায় বাদী হয়ে ভুক্তভোগী ইমরান হোসেন খান রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে, যার মামলা নং-৫১।

র‌্যাব আরও জানায়, উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তার আসামীকে গ্রেফতারের সহযোগিতার করার আবেদনের প্রেক্ষিতে র‌্যাব আসামীকে গ্রেফতারের জন্য তদন্ত শুরু করে এবং আসামী মোঃ সেন্টু (৪০)কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। এ ঘটনায় সংশ্লিষ্ট অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, মাদক, চাদাঁবাজিসহ অন্যান্য ধারায় ১৯টি মামলা চলমান রয়েছে।

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারকৃতকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD