1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
রবিবার, ১৮ মে ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন

আড়াইহাজারে পুলিশ ও ডাকাত দলের সাথে সংঘর্ষ,গুলিবিদ্ধ এক ডাকাত

  • প্রকাশিতঃ বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৯১ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
আড়াইহাজার উপজেলার লেঙ্গুরদী উচ্চ বিদ্যালয়ের সামনে পুলিশ ও ডাকাত দলের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গুলিতে মোহাম্মদ শামীম (২০) নামে ডাকাত দলের এক সদস্য আহত হয়। পুলিশ তাকে গ্রেপ্তার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত আহত ডাকাত মোহাম্মদ শামীম উপজেলার ছোট ফাউসা এলাকার ইয়াকুব আলীর ছেলে (২০)।

পুলিশ জানায়, একদল ডাকাত বিশনন্দী গামী কয়েকটি ট্রাক ও সিএনজি থামিয়ে ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহন করছিল। এমন সংবাদে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে তাদের হাতে থাক দেশীয় অস্ত্র, রাম দা ও লাঠি সোটা দিয়ে আঘাত করার চেষ্টা করে।

এ সময় আড়াইহাজার থানার এ এসআই (নিরস্ত্র) হাবিবুর রহমান মাসুদ আত্মরক্ষার্থে তার নামে ইস্যুকৃত ৭.৬২ পিস্তল হতে ১ রাউন্ড গুলি ফায়ার করলে ডাকাত দলের সদস্য শামীমের পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়।

গুলি লাগার পরেও ডাকাত শামীম পালিয়ে যেতে থাকলে ধাওয়া করে আহত অবস্থায় তাকে আটক করা হয়। পরে তাবে গ্রেপ্তার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনায় ৩ পুলিশ আহত হয়।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, আহত ডাকাত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেস্টা চলছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD