1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন

ডমিঙ্গোকে সরিয়ে দেওয়া নিয়ে যা বললেন সুজন

  • প্রকাশিতঃ রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১৬৬ বার পঠিত

এশিয়া কাপ সামনে রেখে টি-টোয়েন্টি দলের জন্য উড়িয়ে আনা হচ্ছে ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে।

এ খবরে প্রশ্ন ওঠে— তবে কি রাসেল ডমিঙ্গোর বাংলাদেশ অধ্যায় শেষ হতে চলেছে? কারণ তিনি থাকতে টি-টোয়েন্টির জন্য আবার আলাদা কোচ কেন?

বিষয়টি পরিষ্কার করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন, কোচ হিসেবে নয়, শ্রীরামকে যুক্ত করা হচ্ছে টেকনিক্যাল পরামর্শক হিসেবে। ডমিঙ্গো হেড কোচ হিসেবেই থাকছেন।

তবে এট নিশ্চিত যে, টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ ও বিশ্বকাপে সাকিব-মুশফিকদের গুরু হয়ে থাকছেন না ডমিঙ্গো। টেস্ট ও ওয়ানডে ফরম্যাট নিয়েই তার ব্যস্ততা এখন। এক কথায় রাসেল ডমিঙ্গো আর টি-টোয়েন্টি দলের কোচ থাকছেন না।

ডমিঙ্গোকে বাদ দিয়ে কেন শ্রীরামকে যুক্ত করা হচ্ছে, সে প্রশ্নের জবাব দিয়েছেন খালেদ মাহমুদ সুজন। জাতীয় দলের টিম ডিরেক্টরের ব্যাখ্যা— ডমিঙ্গো টি-টোয়েন্টি ফরম্যাটের গতি, প্রকৃতি আর দর্শনের সঙ্গে তাল মেলাতে পারছেন না। টি-টোয়েন্টি নিয়ে তার ভাবনা, পরিকল্পনা পছন্দ হচ্ছে না বিসিবির। তাই তাকে সরিয়ে আগামী তিন মাসের জন্য ভারতের টি-টোয়েন্টি স্পেশালিস্ট শ্রীরামকে এই ফরম্যাটে জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সাংবাদিকদের খালেদ মাহমুদ সুজন বলেন, ‘দেখুন প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা চিন্তাভাবনা থাকে। আমার বা আপনার দর্শন আলাদা। প্রত্যেক কোচেরও তাই। সত্যি বলতে, তবে ডমিঙ্গোর দর্শন হয়তো বা আমাদের সঙ্গে ম্যাচ করছে না। এটি সবার জানা, বোঝাই যাচ্ছে যে, আমরা টি-টোয়েন্টি ফরম্যাটে পারফরম করতে পারছি না। সুতরাং দেশের জন্য, ক্রিকেটের জন্য যদি ডিফারেন্ট দর্শন আসে তা হলে অসুবিধা কি? দেখা যাক, এ নতুন চিন্তাভাবনায় কি হয়? এই ফরম্যাটে আমরা অনেক পরীক্ষা-নিরীক্ষা করতে পারি। তবে হয়তো টেস্ট ম্যাচেও আমরা এরকম কিছু করতে পারি। দেখুন এত বছর টেস্ট খেলার পরেও কিন্তু আমরা টেস্ট ক্রিকেটে স্টেবল হতে পারছি না।’

অর্থাৎ এবার শ্রীরামের পরামর্শে সাকিব-রিয়াদরা কেমন খেলে সেটাই দেখতে চাচ্ছে বিসিবি।

জাতীয় দলের সাবেক অধিনায়ক বলেন, ‘যেহেতু শ্রীরাম টি-টোয়েন্টি দল নিয়ে অনেক বেশি কাজ করে, তার কিছু ইনপুটস তো থাকবেই। সে যেহেতু এশিয়ার, আমাদের সংস্কৃতির সঙ্গে মিল আছে। কথাবার্তা বা যোগাযোগও সহজ হবে। তার আসার পর অবশ্যই একটা পরিবর্তন আমরা দেখতে পাব।’

তবে কি টি-টোয়েন্টি কোচের পদ থেকে ডমিঙ্গোকে অব্যাহতি দেওয়াই হচ্ছে? আর বিষয়টি কীভাবে নেবেন বাংলাদেশ দলের হেড কোচ?

সুজন বলেন, ‘ডমিঙ্গো পেশাদার কোচ। আমি তার সঙ্গে যতদিন কাজ করেছি, তাতে মনে হয়েছে মানুষ হিসাবে যথেষ্ট ইতিবাচক। মনে হয় না এটা কোনো বড় বিষয় হবে।’

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD