1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
সোমবার, ১৯ মে ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন

ফতুল্লায় কাভার্ডভ্যান চাপায় পোশাক শ্রমিক নিহত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২৬৯ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় কাভার্ডভ্যানের চাপায় হামিদুল ইসলাম (৩০) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে চাঁদমারী-আদমজী সড়কের তল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা কাভার্ডভ্যান চালক জাহিদুল ইসলামকে (২৮) আটক করে পুলিশে সোপর্দ করে।

নিহত হামিদুল ইসলাম নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় মডেল ডি ক্যাপিটাল গার্মেন্টসের প্রিন্ট বিভাগের শ্রমিক ছিলেন। তিনি তল্লা চেয়ারম্যানবাড়ি এলাকায় পরিবারসহ ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি লালমনিরহাট জেলায়। দীর্ঘদিন ধরে তিনি এ গার্মেন্টসে কর্মরত ছিলেন বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, মঙ্গলবার সকালের দিকে হামিদুল ইসলাম বাইসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় ভারসাম্য হারিয়ে তিনি সাইকেল থেকে পড়ে গেলে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ফতুল্লা থানার ওসি শরিফুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যান চালক আটক রয়েছেন।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD