1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন

জামতলায় প্রকাশ্যে মাদক ব্যবসায়ী মনিরের মাদক ব্যবসা, চুপ প্রশাসন

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৬ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন জামতলা এলাকায় চলছে মাদক ব্যবসায়ী মনিরের ইয়াবার রমরমা মাদক ব্যবসা। ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে ইয়াবা ব্যবসায়ী মনির ও তার সহযোগীরা। আর পুলিশসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে গ্রেপ্তার হচ্ছে ছোট ছোট ব্যবসায়ী ও মাদক সেবীরা। ফলে কিছুতেই থামানো যাচ্ছে না মাদক ব্যবসায়ী মনিরের এই ব্যবসার প্রসারতা।

অধিক লাভজনক ও বহনে সহজতর হওয়ায় দিন দিন নতুন নতুন যুবক-যুবতী ঝুকে পড়ছে এই ইয়াবা ব্যবসায়। বিভিন্ন দপ্তরে দেয়া অনুসন্ধানে জানা যায়, জামতলা এলাকায় মাদক ব্যবসায়ী মনির তার একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ইয়াবা ব্যবসার নেটওয়ার্ক স্থাপন করে গোপনে চালিয়ে যাচ্ছে এই মাদক ব্যবসা। ফলে স্কুল কলেজের শিক্ষার্থীসহ এলাকার বেকার তরুণ যুবক-যুবতীরা সহজলভ্যতার কারণে ইয়াবা সেবনে আসক্ত হয়ে পড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিভিন্ন শ্রেণীর বাসিন্দা,এলাকার মুরুব্বিরা ও এলাকার অটোরিকশা চালকরা জানিয়েছে এসব তথ্য। কয়েক বছরের মধ্যেই মনিরের মাদক ব্যবসার ব্যাপক বিস্তার করে ফেলে ফতুল্লা থানাধীন বেশ কয়েকটি এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্যে জানা যায়, মাদকের খুচরা ও পাইকারীসহ হোম ডেলীবারি সার্ভিস দিয়ে থাকে মাদক ব্যবসায়ী মনির।

এর আগেও বেশ কয়েকবার এ মাদক ব্যবসায়ী মাদকসহ, হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার হলেও জামিনে বের হয়ে আবারও প্রকাশ্যে মাদক ব্যবসা শুরু করেছেন।

জামতলার বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক ইয়াবা ব্যবসায়ী মনিরের খুব কাছের এক ঘনিষ্ঠ সহযোগী আমার নারায়ণগঞ্জকে জানায়, ইয়াবা ট্যাবলেট হোম ডেলিবারী করা ও পাইকারী বিক্রয় করাই মনিরের মূল ব্যবসা।

এলাকাবাসীর অভিমত, একাধিক মাদক মামলার আসামি থাকার পরও মনির অনেকটা প্রকাশ্যেই চালিয়ে যাচ্ছে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদক ব্যবসা এবং এলাকা বিস্তৃত হয়ে উঠছে মাদকের স্বর্গরাজ্যে। মাদক ব্যবসায়ী মনির ও তার সহযোগীদের ভয়ে কেউ এসবের বিরুদ্ধে থানায় পুলিশের কাছে অভিযোগ দিতেও সাহস পায় না বলে জানায় জামতলা এলাকার স্থানীয় বাসিন্দাগন।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD