নারায়ণগঞ্জের আড়াইহাজারে তার চুরির চেষ্টাকালে বিদ্যুতস্পর্শে অজ্ঞাত (১৩) এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের রাঘবদী ব্রহ্মপুত্র শাখা নদের তীর এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরের পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় রাঘবদী ব্রহ্মপুত্র শাখা নদের তীর এলাকায় নিরব নিস্তব্দ হয়ে পড়ে। এসময় দুই কিশোর ট্রান্সফরমার নিচে কপার তার চুরি করা চেষ্টা করে। পাশের একটি কারখানার সিসিটিভি ফুটেজে দেখা যায়, দ্ইু যুবক মাটির খুড়ে কপার তার চুির করার চেষ্টা করছে। একজন তারের কিছু অংশ মাটির উপরে তোলার পর হঠাৎ আকাশে বজ্রপাত হওয়ায় তারে বিদ্যুত সৃষ্টি হয়। সাথে সাথে এক কিশোর মাটিতে লুটিয়ে পরে এবং ওই এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। সাথে সহযোগি কিশোরটি এদিক ওদিক খোঁজাখুঁজি করে একটি লাঠি নেয়। লাঠি দিয়ে তাকে আঘাত করতে থাকে। এতে কাজ না হওয়ায় সে ওই কিশোর এলাকা থেকে চলে যায়। পাশের কারখানার ছাদ পরিস্কার করতে এক ব্যক্তি নিচে দেখতে পায় এক কিশোর মাটিতে পড়ে আছে। থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, দুই টোকাই বিদ্যুতের কপার তার চুরি করতে যায়। বজ্রপাতে কপার তারে বিদ্যুৎ সৃষ্টি হওয়ায় সাথে সাথে ওই টোকাইটি বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। নিহতের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।
আড়াইহাজার পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী আসাদুজ্জামান জানান, ট্রান্সফরমার নিচে আরটিনের জন্য কপার তার ব্যবহার করা হয়ে থাকে। এই তারের কেচি দেড়হাজার টাকা। এলাকাটি নিরব হওয়ায় ওই কিশোরের তার চুরির চেষ্টা করে। বজ্রপাত হওয়াতে বিদ্যুত সৃষ্টি হয়।