1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে শ্রমিক ছাঁটাই বন্ধে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

  • প্রকাশিতঃ বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৭ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
শ্রমিক ছাঁটাই বন্ধ, মামলা প্রত্যাহার ও বহিরাগত ব্যক্তিদের হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। এ কারণে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যানবাহন চলাচল বন্ধ হয়ে রয়েছে। তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন যানবাহনের যাত্রীরা।

আজ বুধবার বেলা দুইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া এলাকায় ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শ্রমিক ছাঁটাই বন্ধ, মামলার প্রত্যাহার ও বহিরাগত লোকজনের হামলার প্রতিবাদে আজ বেলা দেড়টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লামাপাড়া নয়ামাটি এলাকায় অবস্থিত ইউরোটেক্স নিটওয়্যারের শ্রমিকেরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বেলা দুইটার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া এলাকায় ঢাকাগামী ও চাষাঢ়াগামী লেনে বসে পড়ে সড়ক অবরোধ করেন। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যানবাহনের যাত্রীসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। যাত্রীদের বাধ্য হয়ে পায়ে হেঁটে, অটোরিকশায় যেতে দেখা গেছে। বেলা সাড়ে তিনটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

কারখানার শ্রমিক সুজন মিয়া বলেন, কারখানার মালিক শ্রমিক ছাঁটাই করবে না—এমন আশ্বাস দিলেও নতুন করে আরও শ্রমিক ছাঁটাই করা হয়েছে।

এর আগে কয়েক দিন ধরে রপ্তানিমুখী ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেড পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই বন্ধ, মামলা প্রত্যাহার নিয়ে শ্রমিক অসন্তোষ চলে আসছিল। কর্তৃপক্ষ কারখানা লে-অফ ঘোষণা করে।

এ বিষয়ে শিল্প পুলিশ-৪ পরিদর্শক (গোয়েন্দা) সেলিম বাদশা বলেন, পোশাক কারখানার শ্রমিকেরা ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছেন। তাঁদের সঙ্গে বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা চলছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD