1. info@amarnarayanganj.com : Amar Narayanganj : Amar Narayanganj
  2. admin@amarnarayanganj.com : unikbd :
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন

রূপগঞ্জে ছুরিকাঘাতে আহত ২ কিশোরের মৃত্যু

  • প্রকাশিতঃ বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪০ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তার ও মাদক নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে আহত ২ কিশোরের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তারা মারা যায়।

এর আগে, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার তারাবো পৌরসভার ৮নং ওয়ার্ডের পুরান বাজার এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- রাশেদুল ইসলাম (২২) ও জুনায়েদ আহমেদ হৃদয় (২২)। রাশেদুল তারাব দক্ষিণ এলাকার আমির হোসেনের ছেলে ও হৃদয় রাজু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারাবো বাজার এলাকাসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসাসহ নানা অপরাধের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিমুল গ্রুপের সঙ্গে শ্রাবণ গ্রুপের বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সন্ধ্যায় ওই বিরোধকে কেন্দ্র করে দুই গ্রুপের লোকজন ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়াপাল্টা-ধাওয়া ও সংঘর্ষে জড়ায়। এ সময় শ্রাবণ গ্রুপের রাশেদুল ইসলাম (২২) ও হৃদয় (২২) নামের দুই কিশোরকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন। পরে তাদের মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোরে তাদের মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আবারও সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

দুই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, হত্যা মামলার প্রস্তুতি চলছে। অপরাধীদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD